19
Sep
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা, রেল মন্ত্রকের ৬,৪০৫ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলি হলো, ৩,০৬৩ কোটি টাকা ব্যায়ে কোডার্মা – বারকাকানা এবং ৩,৩৪২ কোটি টাকার বেল্লারি-চিকজ্জাজুর রেল লাইনের ডাবলিং-এর কাজ। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কোডার্মা – বারকাকানা প্রকল্পের ফলে ৯৩৮টি গ্রামের ১৫ লক্ষের বেশী মানুষ উপকৃত হবে। ঝাড়খন্ডের কোডার্মা, চাতরা, হাজারিবাগ ও রামগড় – এই চারটি জেলাকে সংযুক্ত করবে এই প্রকল্প। শ্রী বৈষ্ণো জানান, ঝাড়খণ্ডের প্রধান কয়লা উৎপাদন অঞ্চলগুলি দিয়ে যাবে এই রেললাইন। অন্যদিকে, ১৮৫…
