11
Feb
আবার ফিরে এলো ভ্যালেন্টাইন্স ডে। ব্রিটেনের ইন্টারন্যাশনাল পার্সোনাল কেয়ার ব্র্যান্ড দ্য বডি শপ এবারের ভ্যালেন্টাইন্স ডে’র জন্য সাজিয়ে এনেছে উপহারের ডালি, যা সকলের সাধ্যসীমার মধ্যেই থাকবে। প্রসঙ্গত, দ্য বডি শপের প্রোডাক্টগুলি ১০০% ক্রুয়েল্টি-ফ্রি এবং তাদের বেশিরভাগ প্যাকেজিং রিসাইক্লেবল। ভ্যালেন্টাইন্স ডে’র গিফটিং রেঞ্জ যেমন পার্সোনাল কেয়ারের পক্ষে একেবারে সেরা, তেমনই সেগুলি সম্পূর্ণ পরিবেশ-বান্ধব। নিজের জন্য বা প্রিয়জনের জন্য, দ্য বডি শপের এবারের ভ্যালেন্টাইন্স ডে কালেকশনে রয়েছে: (১) দ্য সুইটেস্ট স্ট্রবেরি হার্ট গিফট বক্স – ১৩৯৫ টাকা, (২) ক্লিন অ্যান্ড গ্লিম টি ট্রি স্কিনকেয়ার গিফট সেট – ১৪৯৫ টাকা, (৩) স্মুথ অ্যান্ড সুথ শেভিং কিট – ২৮৯৫ টাকা, (৪) রিফ্রেশিং অ্যান্ড আপলিফটিং…