28
Apr
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা Vi প্রিপেইড ব্যবহারকারীদের জন্য দুটি মাসিক রিচার্জ চালু করেছে। 2GB দৈনিক ডেটা সহ এই মাসিক রিচার্জ দুটি হল ৩৬৮ টাকার Sun NXT এবং ৩৬৯ টাকার মাসিক রিচার্জ অফার সহ SonyLIV সাবস্ক্রিপশন। Vi-এর নতুন প্ল্যানগুলি এক মাসের বৈধতা সহ আনলিমিটেড কল, ১০০টি SMS/দিন, OTT সুবিধা। Vi-তার ৩৬৮ টাকার রিচার্জ প্রিপেইডের মাধ্যমে ব্যবহারকারীদেরকে TV এবং মোবাইলে SunNXT-এর সাবস্ক্রিপশন অফার করে। যার ফলে ব্যবহারকারীরা কয়েকটি আঞ্চলিক ভাষায় সিনেমা, টিভি শো উপভোগ করতে পারবেন। আঞ্চলিক বিনোদনের চ্যানেল সার্চ করার জন্য গো-টু অ্যাপ অফার করে SunNXT। অপরদিকে Vi-এর ৩৬৯ টাকার প্রিপেইড রিচার্জে SonyLIV সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ স্পোর্টিং অ্যাকশন এবং বিশাল লাইব্রেরির…
