19
Jul
রয়্যাল স্ট্যাগ বুমবক্স, যা এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মিউজিক আইপি, তা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে অংশীদার হয়ে ফিরে আসছে একেবারে নতুন লাইন-আপ নিয়ে রয়্যাল স্ট্যাগ বুমবক্স অরিজিন্যাল্স নাম নিয়ে- এ হল এক অনন্য ফরম্যাট যা মেলোডি ও হিপ-হপ’কে মিলিয়ে দেয়। এর আগে বেশ কিছু ট্র্যাক সফল হয়েছে। যেমন, পেহলে জ্যায়সি বাত নহি, হুডি, মোহব্বত, ও ইমতিহান। এবার এই প্ল্যাটফর্ম তাদের প্রথম অরিজিনাল পেশ করতে চলেছে এই মরসুমে। যার নাম সাই- দুর্দান্ত এই মেলবন্ধনে দেখতে পাওয়া যাবে নিকিতা গান্ধী ও ডিনো জেম্সকে। গত তিন বছরে বহু ইয়ুথ হাব-এ হাই-এনার্জির প্রত্যক্ষ অভিজ্ঞতা উপভোগ করিয়ে শ্রোতাদের মন জয় করার পর রয়্যাল স্ট্যাগ বুমবক্স চলে…
