28
Jun
দীর্ঘ ৯ মাস পর আবারও জ্যাভলিন থ্রোয়ের বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে ফিরলেন ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। প্যারিস ডায়মন্ড লিগে সোনাজয়ী পারফরম্যান্সের পর তাঁর মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৪৪৫, যা তাঁকে ফের শীর্ষে তুলে এনেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (১৪৩১), আর তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার (১৪০৭)। গত বছর প্যারিস অলিম্পিকে রুপো জিতে কিছুটা ছন্দ হারিয়েছিলেন নীরজ। চোটের কারণে পারফরম্যান্সেও পড়েছিল প্রভাব। তবে চলতি মরসুমে দোহা ডায়মন্ড লিগে রুপো এবং প্যারিসে সোনা জিতে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি। পোচেস্ট্রুম মিটে ৮৪.৫২ মিটার থ্রো দিয়ে মরসুম শুরু করেছিলেন, আর প্যারিসে পৌঁছে ছুঁলেন ৯০ মিটারের মাইলফলক — যা তাঁর…
