17
Jun
উত্তরবঙ্গ থেকে কলকাতায় ইউল হাউসে বিক্ষোভ। আলোচনায় বেরল সমাধান৷ অবশেষে কিছুট আশ্বস্ত হয়েছেন চা শ্রমিকরা। চা বাগানের পরিস্থিতি খারাপ৷ দিনের পর দিন বেতন বন্ধ চা শ্রমিকদের, পরিচর্যার অভাবে ভুগছে চা বাগান। একাধিক অভিযোগ। বারবার জানিয়েও কোনও ফল হয়নি। গতকাল উত্তরবঙ্গ থেকে চা শ্রমিকরা এসেছিলেন কলকাতায়। বানারহাট, নিউ ডুয়ার্স, চুনাভাটি, কারবালা চা বাগান মিলে তৈরি হয়েছে একটি ইউনিয়ন যার নাম ডুয়ার্স ইউল বাগান বাঁচাও কমিটি। এই চা বাগানগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে৷ দীর্ঘদিন পরিচর্যার অভাব, বেতন না পাওয়া, পিএফ না পাওয়া ও মেডিক্লেম না পাওয়ার অভিযোগ। সোমবার প্রায় ১০০ জন চা শ্রমিক কলকাতার হেড অফিসে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। কলকাতার ইউল…
