03
Jan
রিলায়েন্স রিটেলের ট্রেন্ডস তাদের নতুন স্টোর উদ্বোধন করল পশ্চিমবঙ্গের পশ্চিম দক্ষিণ পরগণা জেলার ঘটকপুকুরে। রিলায়েন্স রিটেল হল ভারতের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ স্পেশালটি চেইন। পশ্চিম দক্ষিণ পরগণা জেলার ঘটকপুকুরে ট্রেন্ডস-এর নতুন স্টোরটি আধুনিক সজ্জায় সজ্জিত। এখানে গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে রাখা হয়েছে উত্তম মান ও সাশ্রয়ী মূল্যের ফ্যাশন সামগ্রী। এখন থেকে ঘটকপুর শহরের গ্রাহকরা আধুনিক ফ্যাশন-প্রবণ উওমেন্স উইয়্যার, মেন্স উইয়্যার, কিডস উইয়্যার ও ফ্যাশন অ্যাক্সেসরিজ থেকে তাদের সাধ্যসীমার মধ্যেই কেনাকাটা সারতে পারবেন। উল্লেখ্য, ঘটকপুকুরে ট্রেন্ডস-এর এই প্রথম স্টোর থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে নানারকম আকর্ষণীয় উদ্বোধনী অফার। যেমন ৩৯৯৯ টাকার কেনাকাটা করলে মাত্র ১৯৯ টাকায় পাওয়া যাবে…
