09
May
ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি রূপায়ণে অবদান রাখার লক্ষ্যে ও কার্বন নির্গমণ হ্রাস করতে টয়োটা গ্রুপ অফ কোম্পানিজ কর্ণাটক সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করল। বিনিয়োগের মোট ৪৮০০ কোটি টাকার মধ্যে মউ অনুসারে ৪১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। টয়োটা গ্রুপ অফ কোম্পানিজে রয়েছে টয়োটা কির্লোস্কর মোটর ও টয়োটা কির্লোস্কর অটো পার্টস। ভারতে টয়োটা কির্লোস্কর মোটরের উপস্থিতির ২৫ বছর পূর্তির সঙ্গে এই মউ স্বাক্ষর তাৎপর্যপূর্ণ। এই পদক্ষেপের ফলে শুধু ‘লোকাল ম্যানুফ্যাকচারিং ইকো-সিস্টেম’ বৃদ্ধি পাবে তা নয়, এর দ্বারা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে ও স্থানীয় সামাজিক উন্নয়ন সম্ভব হবে। স্বাক্ষরিত মউ বিনিময় হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাই ও টয়োটা কির্লোস্কর মোটরের…