02
Dec
বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হয়েছে।যার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা একে-একে বন্ধ করতে শুরু করেছে এপার বাংলার একাধিক চিকিৎসক।একজন চিকিৎসকের প্রধান কর্তব্যই হল-যেকোনও পরিস্থিতিতে আগে রোগীর চিকিৎসা করা।তাঁর প্রাণ বাঁচানো।অথচ,চিকিৎসক হন বা অন্য যে কেউ,কারও পক্ষেই জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া সম্ভব নয়।এহেন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের পুরোপুরি ব্রাত্য না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির এক চিকিৎসক।উত্তরবঙ্গের এই মহকুমা-শহরে নিজস্ব চেম্বার রয়েছে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের।তিনি একজন ইএনটি বিশেষজ্ঞ।শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে,ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন তিনি।সেইসঙ্গে,ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা।তাতে বলা হয়েছে,ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে…
