22
Nov
১২০ গ্রাম সোনার জিহবা, ৫ কিলো ওজনের রুপোর নুপুর, হিরে বসানো সোনার টিপ, আট ফুট রূপোর নরমুন্ড মালা দিয়ে এবার সেজে উঠছে উত্তরবংগ তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালিমাতা।আজ থেকে বালুরঘাট থেকে ২৬ মাইল দুরত্বে বোল্লা গ্রামে বাসৎরিক পুজো শুরু বোল্লা রক্ষা কালি মাতার।চারদিন ধরে চলা এই পুজোয় সোনা ও রুপো মিলিয়ে অন্তত ৩০ কেজি ওজনের অলংকার পড়ানো হবে সাড়ে সাত ফিট উচ্চাতা বিশিষ্ট জাগ্রত এই মায়ের প্রতিমাকে। এর পাশাপাশি, এবছরই প্রথম মন্দিরে সারাবছর ভক্ত এবং পূর্ণাথীদের জন্য সাড়ে তিন কিলো রুপো দিয়ে তৈরি করা হয়েছে বোল্লা কালির মুখ। উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার…
