14
Jun
বলিউড ও দক্ষিণী সিনেমার দুই কিংবদন্তি অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে আবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। ৩২ বছর পর আবারও একই ছবিতে কাজ করছেন এই দুজন। 'থালাইভার 170' ছবিতে একসঙ্গে পর্দা কাঁপাবেন দুই মেগাস্টার। জনপ্রিয় দুই অভিনেতাকে একসঙ্গে দেখার জন্য দর্শকরাও মুখিয়ে আছেন। অমিতাভ-রজনীকান্তকে এর আগে 'হাম', 'আন্ধা কানুন' এবং 'গ্রেফতার'-এ দেখা গিয়েছিল। বর্তমানে দুই তারকাই ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্ট সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, হাতের কাজ শেষ করেই নতুন ছবির প্রস্তুতি শুরু করবেন তারা। বয়স হয়েছে অমিতাভ ও রজনী এখনো ক্লান্ত হননি। সবেমাত্র 'জেলার'-এর কাজ শেষ করেছেন রজনীকান্ত। এখন মনোযোগ দিয়েছেন 'লাল সালাম' ছবির কাজে। এরপর অমিতাভের সঙ্গে কাজ…
