দুঃসংবাদ পর্যটকদের জন্য

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে যেমন আসে সমুদ্রের কথা তেমনি পাহাড়ও আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা উঠলে সবার আগে মাথাই আসে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গ বলতে এই সময় বহু মানুষ দার্জিলিং ঘুরতে যায়।

এখানে গেলে পরে মানুষ কম বেশি গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ফটো তোলেন। আবার অনেকে এখানে খাওয়া দাওয়া করে। তবে এবার আসলো এক দুঃসংবাদ। হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় প্রতিষ্ঠান। জানা গিয়েছে গ্লেনারিজের তিনটি ভাগ রয়েছে।

যদিও এই বিষয়ে সংস্থার মালিক তথা রাজনৈতিক নেতা অজয় এডওয়ার্ডস দাবি করেছেন,’আমাদের সংস্থার সমস্ত কাগজ ঠিক রয়েছে। কিন্তু লাইভ মিউজিক প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। মিউজিক আবার চালু করার জন্য দার্জিলিংয়ের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। এরপর প্রশাসনের তরফে নোটিশ দিয়ে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বন্ধ করে দেওয়া হয়েছে।’