উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাচারের সময় বড়সড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর মোড় এলাকায় একটি ছোট গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১০৯ কেজি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার একটি বিশেষ দল ফতেপুর মোড়ে নজরদারি চালাচ্ছিল।
একটি ছোট গাড়ি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তখনই গাড়ির ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাঁজাগুলি মালদার গাজল এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। পাচারকারীরা এগুলি সীমান্তবর্তী এলাকা বনগাঁর দিকে নিয়ে যাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্র এর পিছনে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
উদ্ধার হওয়া গাঁজা এবং পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া গাড়ি চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে। এই চক্রের মূল পান্ডাদের ধরতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
