বাজাজ অটো নিয়ে এল সম্পূর্ণ নতুন ‘চেতক সি২৫’

বিশ্বের অন্যতম মূল্যবান টু-হুইলার ও থ্রি-হুইলার প্রস্তুতকারক সংস্থা বাজাজ অটো লিমিটেড, আজ তাদের চেতক পোর্টফোলিওতে নতুন সংযোজন হিসেবে স্টাইলিশ ও আধুনিক ‘চেতক সি২৫’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এর এক্স-শোরুম মূল্য (দিল্লি) ধার্য করা হয়েছে ৯১,৩৯৯ টাকা। নতুন প্রজন্মের শহুরে গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারটি ডিজাইন চেতকের সিগনেচার মেটাল বডির স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে।

চেতক সি২৫ প্রিমিয়াম স্থায়িত্ব এবং সহজ যাতায়াতের এক অনন্য মেলবন্ধন। এতে রয়েছে একটি ২.৫ কিলোওয়াট ব্যাটারি, যা এক চার্জে ১১৩ কিমি পর্যন্ত রেঞ্জ এবং ঘণ্টায় ৫৫ কিমি সর্বোচ্চ গতিবেগ প্রদান করে। শহরের ব্যস্ত রাস্তার উপযোগী করে তৈরি এই স্কুটারটি ওজনে হালকা এবং মাত্র ২.২৫ ঘণ্টায় ৮০% চার্জ হয়। চেতক C25-এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হল এর নিও-ক্লাসিক ডিজাইনের প্রিমিয়াম মেটাল বডি এবং জয়েন্ট-মুক্ত মনো-বডি কনস্ট্রাকশন। এই স্কুটারে কেনাকাটা বা দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে ২৫ লিটারের বিশাল বুট স্পেস এবং যানজটে সহজে চলাচলের জন্য কমপ্যাক্ট ডিজাইন। এছাড়া রয়েছে কালার এলসিডি ডিসপ্লে, হিল হোল্ড অ্যাসিস্ট, ‘গাইড মি হোম’ লাইটিং এবং ডিস্ক ব্রেক।

স্ট্রিট-আর্ট দ্বারা অনুপ্রাণিত গ্রাফিক্স সহ এই স্কুটার মোট ছয়টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। বর্তমানে সমস্ত চেতক স্টোরে এই ৩০ ও ৩৫ সিরিজের পোর্টফোলিও উপলব্ধ রয়েছে। বাজাজ অটো লিমিটেড-এর আরবানাইট বিজনেসের প্রেসিডেন্ট এরিক ভাস বলেন, “শহুরে রাস্তায় এখন স্বাধীনভাবে চলাফেরা করার প্রয়োজনীয়তা বাড়ছে, পাশাপাশি ছোট-খাট সফর বা যাতায়াতের জন্য এই চেতকের কমপ্যাক্ট গঠনও একদম উপযোগী। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে চেতকের ভরসা পৌঁছে দেওয়া।”