ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সাধারণ বিমা সংস্থা বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স আজ তাদের নতুন বিমা রাইডার ‘ফিটাল ফ্লোরিশ’-এর কথা ঘোষণা করেছে। এটি মূলত গর্ভস্থ শিশুর স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যা প্রথাগত মেটারনিটি বিমার সীমাবদ্ধতাকে দূর করে। এটি গর্ভে থাকাকালীন জটিল অস্ত্রোপচার এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করবে। সংস্থার ‘মাই হেলথ কেয়ার প্ল্যান’ এবং ‘হেলথ গার্ড’-এর সঙ্গে এই রাইডারটি যুক্ত করা যাবে।
ভারতে ৩৫ বছরের বেশি বয়সে মা হওয়ার প্রবণতা বাড়ছে, যার ফলে গর্ভাবস্থায় জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ‘অ্যামনিওসেন্টেসিস’ বা ‘ফেটোস্কোপিক লেজার সার্জারি’র মতো পদ্ধতিগুলি এখন অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা এতদিন সাধারণ বিমার আওতাভুক্ত ছিল না। বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের এমডি এবং সিইও ডঃ তপন সিংঘল বলেন, “গর্ভাবস্থা প্রতিটি পরিবারের কাছে একটি আবেগের যাত্রা। যখন চিকিৎসাগত জটিলতা দেখা দেয়, তখন পরিবারগুলো কঠিন সময়ের মুখোমুখি হয়। ‘ফিটাল ফ্লোরিশ’ রাইডারের মাধ্যমে আমরা সেই আর্থিক বোঝা কমিয়ে বাবা-মায়ের পাশে দাঁড়াতে চাই, যাতে তারা খরচের দুশ্চিন্তা না করে সঠিক চিকিৎসার দিকে মন দিতে পারেন।”
এই বিমায় প্রতিটি মাতৃত্বকালীন ঘটনায় (প্রথম দুটি সন্তান পর্যন্ত) ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ মিলবে। পলিসি শুরুর পর থেকে নয় মাসের ওয়েটিং পিরিয়ড থাকবে। ১৬টি বিশেষ চিকিৎসা পদ্ধতি যেমন ফেটোস্কোপি, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফিউশন এবং টিটিটিএস-এর জন্য সার্জারি ইত্যাদি এই বিমায় অন্তর্ভুক্ত রয়েছে। এই সাশ্রয়ী বিমা পলিসিটি ভারতের মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
