সারা বিশ্বের সামনে খোলা চিঠি বালোচ নেতার

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এই পরিস্থিতিতে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বালোচিস্তানের মানবাধিকার কর্মী এবং সাংবাদিক মীর ইয়ার বালোচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

চিঠিতে তিনি পাকিস্তানকে তীব্র নিশানা করেছেন। পাশাপাশি, চিঠিতে তিনি ১৯৯৮ সালের ২৮ মে বালোচিস্তানে পাকিস্তান কর্তৃক পরিচালিত পারমাণবিক পরীক্ষাকে গণহত্যার সূচনা হিসেবেও বর্ণনা করেন। তিনি বলেন পাকিস্তানি সেনাবাহিনী নওয়াজ শরিফ সরকারের যোগসাজশে বালোচ ভূমি ধ্বংস করেছে। তাঁর মতে, এখনও বালোচিস্তানের পাহাড়গুলিতে বিস্ফোরকের গন্ধ পাওয়া যায়। পাশাপাশি ধ্বংস হয়ে গিয়েছে কৃষকদের জমিও।

গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি এখনও পর্যন্ত অনেক শিশু শারীরিকভাবে অক্ষম হয়ে জন্ম নিচ্ছে। এমতাবস্থায়, তিনি বিশ্বের কাছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছেন।