নারীশক্তির জয়গানে বালুরঘাট সংকেত ক্লাবের এবারের থিম —‘আমি ওই মেয়ে’

আত্মরক্ষার লড়াই, বেঁচে থাকার লড়াই, প্রতিবাদের স্লোগান— ‘আমি ওই মেয়ে’। নারী নির্যাতন ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে এবারের দুর্গাপুজোয় এমনই শিউরে ওঠা থিম বেছে নিয়েছে বালুরঘাটের অন্যতম বিগ বাজেট পুজো উদ্যোক্তা সংকেত ক্লাব।

এবার তাদের পুজো পা দিল ৫৩তম বর্ষে। আর দর্শনার্থীদের কাছে পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে নারীশক্তির জয়গানকে কেন্দ্র করেই গড়ে তোলা হচ্ছে অভিনব থিম। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতি বিদ্বেষ, অসম্মান, কন্যাভ্রূণ হত্যা, পণপ্রথা, বাল্যবিবাহ কিংবা গার্হস্থ্য হিংসা— সবই আজও সমাজে গভীরভাবে গেঁথে আছে। সেই অন্ধকার বাস্তবের বিপরীতে নারীর শক্তি ও প্রেরণাকে তুলে ধরতেই তাদের এবারের আয়োজন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় প্রতিবারই তারা সমাজ সচেতনতার বার্তা বহন করে থিম নির্বাচন করে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নারীশক্তিকে কেন্দ্র করে তৈরি মণ্ডপ হবে প্রতিবাদের প্রতীক, আবার একইসঙ্গে শিল্পকলা ও সৃজনশীলতার নিদর্শন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়কে মাথায় রেখেই মণ্ডপসজ্জা ও শিল্পকর্মকে দেওয়া হচ্ছে বিশেষ মাত্রা।

ক্লাবের থিম বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন সদস্য ও কলা-শিল্পীদের বিশেষ টিম। তাঁদের কথায়, “নারীই শক্তি, নারীই প্রেরণা। সমাজে বিদ্বেষ ও অবমাননার বিরুদ্ধে আমরা মণ্ডপ থেকেই জানাতে চাই নারীশক্তির জয়গান।” এবারের বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। পাশাপাশি সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে তৈরি হয়েছে একাধিক সাব-কমিটি।

উদ্যোক্তাদের বিশ্বাস, দেবী দুর্গার আরাধনার পাশাপাশি ‘আমি ওই মেয়ে’ থিমের মাধ্যমে সমাজে নারীর সম্মান ও স্বীকৃতির নতুন অধ্যায় রচিত হবে।