বাঁশের সামগ্রীর পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বাঁশের সামগ্রী বিক্রেতারা

তবে বাঁশের দাম বেড়েছে ফলে বিক্রি নিয়ে চিন্তিত বাঁশের কাজের সাথে মানুষ জনেরা। সোমবার ও মঙ্গলবার হিন্দি ভাষী মানুষ দের একটি গুরুত্বপূর্ণ পুজা পার্বনের মধ্যে ছট পুজো একটি নিয়ম নিষ্ঠার উৎসব বা পুজো। যদিও এই উৎসব এখন আর শুধু হিন্দি মানুষ দের মধ্যে সীমাবদ্ধ নেই।

সকল মানুষের উৎসব হয়ে দাঁড়িয়েছে এই ছট পুজো। তাই এই উৎসব উপলক্ষে বাঁশের সামগ্রী বিক্রি করা শুরু হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যাল মার্কেট,শিয়ালপাড়া সহ অন্যান্য জায়গায় বাঁশের বাঁশি,কুলা,ঝুড়ি ইত্যাদি সামগ্রী বিক্রির বাজার শুরু হয়েছে।

এই বছর বাঁশের দাম আগুন হবায় দাম নিয়ে কি হবে তা বিক্রেতাদের মুখে অনিশ্চিত। যদিও এখন হাতে আর সময়ের অভাব তাই বিক্রি আগামীকাল বাজার বুঝবে বিক্রেতারা। আজ থেকে শুরু হচ্ছে ছট পুজোর বিভিন্ন সামগ্রীর বিক্রি।