বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন বিএসই ইন্ডিয়া সেক্টর লিডারস ইনডেক্স ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে, যা ভারতের প্রথম সূচক তহবিল, এটি বিনিয়োগকারীদের অর্থনীতির বিভিন্ন সেক্টর লিডারদের সঙ্গে একচেটিয়াভাবে যোগাযোগ তৈরির সুযোগ দেয়।
এই ওপেন-এন্ডেড স্কিম বিএসই ইন্ডিয়া সেক্টর লিডার্স ইনডেক্স ট্র্যাক করবে, যা বিএসই ৫০০ সূচকের মধ্যে ২১টি সেক্টরের প্রতিটি থেকে বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ তিনটি কোম্পানিকে চিহ্নিত করে। নিউ ফান্ড অফার (এনএফও) ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খোলা হবে এবং ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বন্ধ হবে।
বন্ধন বিএসই ইন্ডিয়া সেক্টর লিডার্স ইনডেক্স ফান্ডে বিনিয়োগ লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড পরিবেশক, আর্থিক উপদেষ্টা, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা সরাসরি https://bandhanmutual.com/nfo/bandhan-bse-india-sector-leaders-index-fund/ ওয়েবসাইটের মাধ্যমে করা যেতে পারে।
