বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন হেলথকেয়ার ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে। এটি স্বাস্থ্যসেবা, ফার্মা এবং সংশ্লিষ্ট পরিষেবায় বিনিয়োগের জন্য একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। এই ফান্ডটি ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল খাত স্বাস্থ্যসেবার সুযোগকে কাজে লাগাতে চায়। যা হাসপাতাল এবং ডায়াগনস্টিকস, ফার্মাসিউটিক্যালস, বায়োটেকনোলজি, ওয়েলনেস, হেলথ-টেক এবং আরও অনেক বিভাগকে অন্তর্ভুক্ত করে। নিউ ফান্ড অফার (NFO) সোমবার, ১০ নভেম্বর, ২০২৫-এ খুলবে এবং সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫-এ বন্ধ হবে। বন্ধন হেলথকেয়ার ফান্ড-এ লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড পরিবেশক, বিনিয়োগ উপদেষ্টা, অনলাইন প্ল্যাটফর্ম, অথবা সরাসরি https://bandhanmutual.com/nfo/bandhan-healthcare-fund/ এর মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে।
বন্ধন এএমসি-র সিইও, বিশাল কাপুর, নতুন অফারটি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, “স্বাস্থ্যসেবা কেবল একটি প্রয়োজনীয়তা নয়; এটি আমাদের সময়ে সবচেয়ে প্রয়োজনীয় একটি সরঞ্জাম। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবং চিকিৎসা উদ্ভাবন ত্বরান্বিত হওয়ায়, বিশ্বব্যাপী এবং ভারতে স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম দ্রুত প্রসারিত হচ্ছে। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে, স্বাস্থ্যসেবা খাতে ব্যয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়, এবং ভারতও এর ব্যতিক্রম নয়। শক্তিশালী বৃদ্ধি সত্ত্বেও, মাথাপিছু ব্যয় এবং পরিকাঠামো তুলনামূলকভাবে কম। তবে বীমা কভারেজ এবং আয় বৃদ্ধি অব্যাহত রয়েছে, যা দীর্ঘস্থায়ী সম্প্রসারণের জন্য একটি দীর্ঘ পথ সরবরাহ করে। বন্ধন হেলথকেয়ার ফান্ড বিনিয়োগকারীদের এই কাঠামোগত পরিবর্তনে অংশগ্রহণ করতে একটি সুশৃঙ্খল এবং বৈচিত্র্যময় উপায় সরবরাহ করে, যা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সঙ্গে স্বাস্থ্যসেবা ভ্যালু চেইনের সুযোগকে কাজে লাগাবে।”
কোম্পানির বিনিয়োগ কৌশল তুলে ধরে বন্ধন হেলথকেয়ার ফান্ড-এর ফান্ড ম্যানেজার, বিরাজ কুলকারনি বলেন, “স্বাস্থ্যসেবা ক্ষেত্রটি বিরাট, এবং এর মধ্যে একাধিক বৃদ্ধির বিষয় রয়েছে। বন্ধন হেলথকেয়ার ফান্ড একটি কাঠামোগত বটম-আপ পদ্ধতির মাধ্যমে এই বৈচিত্র্যকে কাজে লাগানোর লক্ষ্য রাখে। পোর্টফোলিওটিকে চারটি মূল স্বাস্থ্যসেবা থিম জুড়ে চিন্তাভাবনা করে বৈচিত্র্যময় করে তোলা হবে— হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিকস, এক্সপোর্ট কন্ট্র্যাক্ট ডেভলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন (CDMO) অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API), এক্সপোর্ট জেনেরিক্স, এবং ডোমেস্টিক ব্র্যান্ডেড ফর্মুলেশনস। কোম্পানি প্রত্যেকটি পোর্টফোলিওতে প্রায় ২০–৩০% অবদান রাখবে। আমরা মনোযোগ দেব শক্তিশালী মৌলিক ভিত্তি, পরিমিত ব্যবসায়িক মডেল, মজবুত ব্যালেন্স শীট এবং ধারাবাহিক লাভজনকতা রয়েছে এমন সংস্থাগুলিকে চিহ্নিত করার ওপর।” এই ফান্ডটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিগন্ত ও সেই সমস্ত বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত যারা ভারতের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমে অংশগ্রহণ করতে চান এবং সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পদ তৈরি করতে চান।
