ফের বাংলাদেশী নাগরিক গ্রেফতার শিলিগুড়িতে

এস এস বি সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রি আটটা নাগাদ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকিতে অরুণ কান্তি রায় নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে এস এস বির সীমান্তে টহলরত জাওয়ান রা। ধৃত অরুণ কান্তি রায়ের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট এলাকায়। ধৃতে কাছে ভারতীয় নকল আধার কার্ড উদ্ধার করেছে ssb। ওই আধার কার্ডে ধৃতের নাম অর্ঘ্য বর্মন রয়েছে। পাশাপাশি ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৪ টি মোবাইল ফোন এবং সিম কার্ড। এস এস বি সূত্রে জানা গিয়েছে ধৃত বিগত ২ বছর যাবৎ ভারতেই বসবাস করছে বলে দাবি করেছে।

ভবেশ বর্মন নামে এক ব্যক্তি তাকে ভারতে আশ্রয় দিয়েছিল বলেই জিজ্ঞাসাবাদে জানায় ধৃত। ধৃতের হেফাজত থেকে প্রচুর বাংলাদেশী এবং ভারতীয় নথি উদ্ধার হয়েছে। যার মধ্যে বেশিরভাগ নথি ভবেশ চন্দ্র বর্মনের রয়েছে বলেই জানিয়েছে এসএসবি। তবে ভারতীয় বাসিন্দা ভবেশ বর্মন বর্তমানে বাংলাদেশে থাকে বলেই জিজ্ঞাসাবাদে এস এস বিকে জানিয়েছে ধৃত। এসএসবি ওই ভবেশ বর্মনের সমস্ত নথি দেখে তার খোঁজখবর শুরু করেছে।

অপরদিকে সোমবার রাত এগারোটা নাগাদ ধৃত বাংলাদেশের লালমনিহাটের বাসিন্দা অরুন কান্তি রায় কে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। এস এস বির অভিযোগের ভিত্তিতে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের হেফাজত থেকে পাওয়া সমস্ত নথি যাচাই এবং ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।