ফেনসিডিল সহ গ্রেপ্তার এক বাংলাদেশী পাচারকারী

বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ বিএসএফের জালে এক বাংলাদেশী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গফ্ফর গাজী বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিতলা এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে সে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় ঘোরাঘুরি করছিল‌। সেই সময় তাকে দেখে বিএসএফের ৭৪নং ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত জওয়ানদের সন্দেহ হয়।

তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, সে বাংলাদেশের সাতক্ষীরার কালিতলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বৈধ কোনো নথিও পাওয়া যায়নি। তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ বোতল ফেন্সিডিল। যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সেগুলি নিয়ে এসে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

ধৃতকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।তাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।