ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তি কে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসা শুরু করে এসএসবি জাওয়ানরা।

জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। নকশালবাড়ি থানার পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম সুকুমার চন্দ্র শীল(৩৫)। সে বাংলাদেশের তেতুলিয়া জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি চার মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশী এক নাগরিক রফিক নামে ব্যক্তির সাহায্যে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ধৃতকে শিলিগুড়ি মহকুমা তোলা হবে।