বারাসত শাখার উদ্যোগে জনমানসে বীমা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি মোটরসাইকেল র‍্যালির আয়োজন

বুধবার, বারাসাত শহরে, ভারতীয় জীবন বীমা নিগম, বারাসত শাখার উদ্যোগে জনমানসে বীমা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে  একটি মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে এগারোটার সময় কর্পোরেট ফ্ল‍্যাগ তুলে র‍্যালির শুভ সূচনা করেন বারাসত শাখার মুখ‍্য প্রবন্ধক শ্রী পীযুষ কান্তি চট্টোপাধ্যায়।

শাখার বিকাশ অধিকারী, অভিকর্তাগন ছিলেন র‍্যালির পুরোভাগে। এই র‍্যালি ঘিরে অভিকর্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখবার মত।  একশো র বেশি মোটরসাইকেল এবং দুশোর বেশি অভিকর্তা এতে অংশগ্রহণ করেন। মানুষের মধ্যে ও চাঞ্চল্য দেখা যায় এই র‍্যালিকে ঘিরে।

এই র‍্যালির মুখ‍্য আয়োজক শাখা প্রবন্ধক ( অভিকর্তা) ঋতুরাজ মেধি জানান সারা ভারতের সমস্ত শাখায় এই মাসে এধরণের র‍্যালি অনুষ্ঠিত হবে। মূলত মানুষকে আরো বেশি বীমা মুখি করে তোলাই এর উদ্দেশ্য।