বেহালায় ১১তম আউটলেট খুলল বারবেকিউ নেশন

ভারতের অন্যতম ডাইনিং চেইন বারবেকিউ নেশন কলকাতায় তার একাদশতম আউটলেট চালু করেছে। ঠিকানা প্রথম তল, ৬৯/১ মিত্র কলোনি, বেহালা, এমপি বিড়লা ফাউন্ডেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে। নতুন আউটলেটটি ৩৬০০ বর্গফুটের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং ৮৮ জনের ক্যাপাসিটি রয়েছে। যা একে কর্পোরেট লাঞ্চ এবং পারিবারিক জমায়েতের জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে।

আউটলেটে ‘লাইভ-অন-দ্য-টেবিল’ গ্রিলের বিস্তৃত মেনুতে নিরামিষ এবং আমিষ খাবারের বিভিন্ন রেঞ্জ থাকছে। যার মধ্যে জনপ্রিয় আইটেম যেমন হানি চিলি পাইনেপল, আচারি পনির টিক্কা, এবং মালাই চিকেন টিক্কা। এছাড়াও কুলফি, পেস্ট্রি, এবং ফ্রুট সালাদ সহ বিভিন্ন ধরনের ডেজার্টের অপশন থাকছে। সবই আপনারা পেয়ে যাবেন বুফেতে।

বারবেকিউ নেশন হসপিটালিটি লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক (পূর্ব) মিঃ সুমন মুখার্জি বলেছেন, “বেহালায় আমাদের ১১তম আউটলেট চালু করে কলকাতায় আমাদের অবস্থান বাড়াতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের অতিথিদের স্বাগত জানাতে এবং তাদের আতিথেয়তা এবং পরিষেবার শ্রেষ্ঠত্ব প্রদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি।“