নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগানে ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার। সাথে ছিলেন ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার রনিত বিশ্বাস, চাবাগানের ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার চৌধুরী, স্থানীয় শ্রমিক নেতা সঞ্জিল লোহার, হরিলাল সাউ সহ অনান্যরা।
উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলঢাকা ও ঘাঠিয়া নদী ফুলে ফেপে উঠে। বৃষ্টি কমতেই ভাঙ্গন শুরু হয়। টন্ডু টিবাধ ভেঙে যায়। চাবাগানের ২৬ নং সেকশনেও ভাঙ্গন শুরু হয়েছে। এই দুটি এলাকায় পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার।
তিনি জানিয়েছেন দুটি এলাকার ভাঙ্গন ক্ষতিয়ে দেখলাম। দ্রুত যাতে কাজটি হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার চৌধুরী বলেন, প্রশাসনের পক্ষ এই দুটি এলাকায় বাধ দিয়ে দেয় তাহলে বামনডাঙ্গা চাবাগান বেচে যাবে।নইলে বড় বিপদের মুখে পড়তে হবে আমাদের।
