চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল বেলাকোবা পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার সকালে ওসি অরিজিৎ কুন্ডুর নেতৃত্বে পুলিশ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা গ্রামে হানা দিয়ে প্রায় ৪০০ লিটার ফারমেন্টেড ওয়াশ ধ্বংস করে।
এছাড়া উদ্ধার হয়েছে ২৫ লিটার অবৈধ চোলাই মদ সহ একাধিক সামগ্রী। পুলিশ সূত্রে খবর, মুরগিভিটা গ্রামের একটি বাড়ির বাথরুমে লুকিয়ে রাখা ছিল একাধিক প্লাস্টিকের ড্রামে ভরা ফারমেন্টেড ওয়াশ। ঘটনাস্থলেই সেগুলি নষ্ট করা হয়।
বাড়ি থেকে আরও উদ্ধার হয়েছে প্রায় ৪ কেজি বাখার, ৫ কেজি গুড়, ৬ কেজি তামাকের ডাঁটা, ২টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও ১টি অ্যালুমিনিয়ামের ফানেল। তবে ঘটনায় মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
