একদিকে যখন দেশজুড়ে শিক্ষক দিবস উদযাপন চলছে, ঠিক সেই দিনেই ন্যায্য দাবি আদায়ে পথে নামলেন শিক্ষকরা। শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।
সমিতির অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার। পেনশন ব্যবস্থার সংস্কার, ন্যায্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, সরকার বারবার আশ্বাস দিলেও শিক্ষকদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়নি।
ফলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থা ক্রমশ করুণ হয়ে উঠছে। প্রসঙ্গত, শুধু শিলিগুড়িই নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ কলকাতাতেও একইসঙ্গে আন্দোলনে শামিল হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
