কলকাতা, ১৩ আগস্ট, ২০২৫ — বাংলা সিনেমার অস্তিত্ব রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ঘোষণা করেছে, বছরের ৩৬৫ দিন রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক। এই সিদ্ধান্তে টলিউডে বইছে স্বস্তির হাওয়া।
গত সপ্তাহে নন্দনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস টলিউডের প্রযোজক, পরিচালক ও প্রদর্শকদের সঙ্গে বৈঠক করেন। এরপর রাজ্য সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত (নতুনভাবে নির্ধারিত প্রাইম টাইম) প্রতিটি স্ক্রিনে বাংলা ছবির প্রদর্শন করতে হবে।
এই পদক্ষেপের মাধ্যমে বলিউড ও দক্ষিণী ছবির দাপটে কোণঠাসা হয়ে পড়া বাংলা ছবিকে নতুন করে প্রাণ দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। অতীতে বহু বাংলা ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা শিল্পের অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করেছে।
টলিউডের তারকা ও নির্মাতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অভিনেতা দেব বলেন, “বাংলা ছবির জন্য ন্যায্য জায়গা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। ‘নো শো শেয়ারিং’-এর মতো বৈষম্যমূলক রীতি বাংলায় আর চলবে না।” অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মন্তব্য করেন, “এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। এখন বাংলা ছবিকে বাঁচানো সম্ভব হবে।”
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বাংলা ছবির প্রচার ও প্রসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী। জয় বাংলা।”
এই পদক্ষেপ শুধু বাংলা সিনেমার জন্য নয়, বরং বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
