শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাংবাদিক বৈঠক

বঙ্গীয় হিন্দু মহামঞ্চ, উত্তরবঙ্গ-এর উদ্যোগে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সনাতনী কথা-বাচক প্রভু হীরন্ময় গোস্বামী মহারাজ। সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে বাংলাদেশি মৌলবাদী প্রভাবমুক্ত উত্তরবঙ্গ গড়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সীমান্তবর্তী এই অঞ্চলে সামাজিক সম্প্রীতি ও সনাতনী সংস্কৃতির সুরক্ষা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে প্রভু হীরন্ময় গোস্বামী মহারাজ তাঁর বক্তব্যে সনাতনী মূল্যবোধ, সংস্কৃতি রক্ষা এবং সমাজে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুসংহত সমাজ গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি শ্রী বিক্রমাদিত্য মণ্ডল সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, উত্তরবঙ্গের স্বার্থে সংগঠন আগামী দিনে একাধিক কর্মসূচি গ্রহণ করবে। তিনি সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের ভাবনা ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।