দুর্গাপুরে বাজাজ ফাইন্যান্স লিমিটেড আয়োজন করলো সাইবার সুরক্ষা সচেতনতা কর্মসূচি — ‘নকআউট ডিজিটাল ফ্রড’

ভারতের বেসরকারি খাতে সর্ববৃহৎ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বাজাজ ফিনান্স লিমিটেড (বিএফএল), যা বাজাজ ফিনসার্ভ-এর একটি অংশ, আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ‘নকআউট ডিজিটাল ফ্রড’ নামে একটি সাইবার জালিয়াতি সচেতনতা কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ডিজিটাল ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে অবহিত করা এবং আর্থিক নিরাপত্তা বজায় রাখার সর্বোত্তম পদ্ধতিগুলি সম্পর্কে সচেতন করা। ‘নকআউট ডিজিটাল ফ্রড’ কর্মসূচিটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২০২৪ সালের এনবিএফসি-র জন্য নির্ধারিত ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রাথমিক স্তরে জালিয়াতি শনাক্তকরণ, কর্মীদের দায়বদ্ধতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল পরিকাঠামোকে সকলের জন্য আরও সুরক্ষিত করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হল এমন কিছু আর্থিক জালিয়াতির বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতন করা যা প্রতারকরা করে থাকেন, যেমন ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আর্থিক প্রতিষ্ঠানের ভুয়ো ওয়েবসাইট, যেখানে তারা অসত্য ভাবে ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকার দাবি করে এবং তাদের কর্মচারীদের ছদ্মবেশ ধারণ করে প্রতারণা চালায়। 

বাজাজ ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে দুর্গাপুরে আয়োজিত প্রতারণা সচেতনতা কর্মসূচিতে দুর্গাপুর পুলিশের সিআই(এ) শ্রী রণবীর কুমার বাগ সাইবার প্রতারণার ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেন, প্রতারকরা সাধারণত ডিজিটাল সচেতনতা কম এমন ব্যক্তিদের—যাঁরা সমাজে প্রতিষ্ঠিত, ধনী বা শিক্ষিত—টার্গেট করে থাকেন। তারা মিথ্যা প্রতিশ্রুতি বা “ডিজিটাল অ্যারেস্ট”-এর মতো ভিত্তিহীন ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে।

“এই অপরাধীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অন্যান্য সরকারি কর্মকর্তার ছদ্মবেশে হাজির হয়ে দাবি করতে পারে যে আপনার পার্সেলে নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে, অথবা আপনার এটিএম কার্ড ব্লক হয়ে গেছে,” শ্রী বাগ ব্যাখ্যা করেন। “তাদের উদ্দেশ্য হলো আপনাকে ভয় দেখিয়ে গোপন আর্থিক তথ্য জানাতে বাধ্য করা বা ক্ষতিকর লিঙ্কে ক্লিক করানো।” তিনি জনগণকে সতর্ক থাকার, লোভের ফাঁদে না পড়ার, সন্দেহজনক কার্যকলাপ নিকটস্থ থানায় রিপোর্ট করার এবং কখনোই OTP বা ব্যক্তিগত তথ্য অপরিচিত বা অননুমোদিত অনলাইন উৎসের সঙ্গে ভাগ না করার আহ্বান জানান। “সতর্ক থাকুন, নিরাপদ থাকুন,” তিনি বলেন। এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আসানসোল সাইবার পুলিশ স্টেশনের এলএসআই মিস স্বর্ণালী পাল এবং দুর্গাপুর সাইবার পুলিশ সেলের এএসআই শ্রী দেবব্রত মণ্ডল উপস্থিত দর্শকদের উদ্দেশে ডিজিটাল যুগে নিজেদের সুরক্ষিত রাখার জন্য গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা পরামর্শ প্রদান করেন।