হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করলেন ভক্তিনগর থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশএর উদ্যোগে সম্প্রতি থানার পুলিশ বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া মোট ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সেই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

মালিকেরা তাঁদের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ও তদন্তের মাধ্যমে এই মোবাইলগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।ভক্তিনগর থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।