শিলিগুড়িতে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াবেন ভুটানের শ্যুটাররা

একটি উচ্চমানের প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে ভুটানের ১৩ জন শ্যুটার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন। ভারত ও ভুটানের অন্তর্বর্তী পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। ভুটানে শ্যুটিং খেলার মানোন্নয়নে এটি একটি বড় পদক্ষেপ এবং এর মাধ্যমে অ্যাথলিটরা আন্তর্জাতিক স্তরে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের ‘প্রতিবেশী প্রথম’ (নেইবারহুড ফার্স্ট) নীতির আওতায় পরিকাঠামো, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও প্রতিবেশী দেশগুলোকে সহায়তা দিয়ে আসছে ভারত। ভুটানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জানিয়েছে, “শিলিগুড়িতে ভুটানের জাতীয় শ্যুটারদের এই প্রশিক্ষণ শিবিরে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এই দুই সপ্তাহের শিবির ভারত-ভুটান ক্রীড়া অংশীদারিত্ব এবং যুব উন্নয়নের দৃঢ় সম্পর্ককে প্রতিফলিত করে। অ্যাথলিট ও কোচদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল।”
ভুটান শ্যুটিং ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের মোট ১৩ জন জাতীয় অ্যাথলিট (৫ জন রাইফেল এবং ৮ জন পিস্তল শ্যুটার) এবং ২ জন কোচ শিলিগুড়ির ‘জিতু রাই শ্যুটিং অ্যাকাডেমি’-তে পৌঁছেছেন। এবং অ্যাকাডেমি টিমের পক্ষ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এই কর্মসূচিটি ভারত-ভুটান পার্টনারশিপ প্রোগ্রামের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই ক্যাম্পের লক্ষ্য হল ভুটানের শ্যুটারদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা, প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা এবং আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা প্রদান করা।” ভুটান সরকার ও সেদেশের জনগণের পক্ষ থেকে ভুটান শ্যুটিং ফেডারেশন ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে। ভুটানের খেলোয়াড়দের প্রতিভা বিকাশে ভারতের এই ধারাবাহিক সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।