শুধুমাত্র সামান্য কিছু অর্থের প্রলোভনে নিজের একাউন্ট ভাড়া দিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ।ভীন রাজ্যের এই প্রতারনা চক্র সক্রিয় বর্তমানে এরাজ্য। শুক্রবার এমনই এক প্রতারনা চক্রের তিন পান্ডাকে এনজেপি থানার পুলিশের সহযোগিতায় ফুলবাড়ি ও ডাবগ্রাম থেকে গ্রেফতার করলো কলকাতা বিধানগর নগর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সেখান থেকেই ট্রানজিট রিমান্ডের মাধ্যমে নিজেদের হেফাজতে নেবে বিধানগর পুলিশ। নাসির আহমেদ,রুকসার বিবি
ফুলবাড়ি পশ্চিম ধনতলা নিবাসী ও রনি রানা,ডাবগ্রাম স্যাটেলাইট টাউনশীপ নতুন বস্তির বাসিন্দা। সাইবার প্রতারনার দায়ে এই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিধানগর পুলিশ সুত্রে জানাগেছে গত ২০২২ সাল ও ২০২৪ সালে বিধানগর থানার সাইবার ক্রাইমের কাছে ১২ লক্ষ ও ৪ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ দায়ের হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে কলকাতা বিধানগর পুলিশ।নানান সুত্র ধরে অবশেষে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ও ডাবগ্রাম থেকে ওই তিনজনকে গ্রেফতার করে।তবে তাদের কাছ থেকে কোন অর্থ উদ্ধার হয়নি।
পুলিশ সুত্রে আরোও জানাগেছে একটি প্রতারনা চক্র দীর্ঘদিন ধরেই সাধারন মানুষের একাউন্ট হ্যাক করে সেই একাউন্ট থেকে টাকা তুলে বিভিন্ন ভাড়া নেওয়া একাউন্টে সেই অর্থ গুলি রেখে দিত।তার বিনিময়ে একাউন্ট ভাড়া বাবদ কিছু টাকা সেই একাউন্ট হোল্ডারকে দেওয়া হয়।পুলিশের অনুমান ধৃত এই তিনজন সেই ধরনের কোন কর্মকান্ডের সঙ্গে জরিত।এদের সুত্র ধরেই এই চক্রের মুল পান্ডার খোজ শুরু করবে পুলিশ।
