সাত দফা দাবির ভিত্তিতে কোচবিহার উপ-শ্রম মহাধিক্ষকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার কোচবিহারের সাগরদিঘী সংলগ্ন এলাকায় সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে উপস্থিত ছিলো ইউনিয়নের কোচবিহার জেলা নেতৃত্ব।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার অন্তত ১৫ দিন আগে সরকার নির্ধারিত বোনাস ও অনুদান সকল বিড়ি শ্রমিককে দিতে হবে। পাশাপাশি সপ্তাহে ছয় দিন কাজ নিশ্চিত করা ও বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবি তোলা হয়।
অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন ভাতা বৃদ্ধি, বিড়ি শ্রমিক হাসপাতাল ও ডিসপেনসারিতে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা, ওয়েলফেয়ার প্রকল্প চালু রাখা ও দ্রুত ডিজিটাল পরিচয়পত্র প্রদান করার দাবি জানানো হয়েছে। এছাড়াও গৃহ নির্মাণের আর্থিক সহায়তা দ্রুত প্রদানের দাবি তোলেন তারা।
ইউনিয়নের নেতৃত্ব স্পষ্ট করে দেন, যদি তাদের এই দাবিগুলি পূরণ না হয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।
