সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের খুন করে হামলাকারীরা। ২৬ জনের রক্তে ভিজেছে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণের মাটি। বেছে বেছে হিন্দুদের নিশানা করেছে জঙ্গিরা।
এবার আরো এক ধাপ এগিয়ে বড় পদক্ষেপ নিল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন তিন ভারতীয় সেনাবাহিনীকে। এবার পহেলগাঁওয়ের বদলা নিতে যখন খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি অ্যাকশন নিতে পারবে বাহিনী।
এদিন নিজ বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি নির্দেশ দিয়েছেন, পহেলগাঁও হামলার বদলা নিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হচ্ছে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনাকে।