নির্বাচনের পূর্বেই বড় ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে লোকসভা ভোটের আগে রাজ্য সরকার গুলি বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য। উত্তরপ্রদেশ সরকার অন্ত্যোদয় কার্ডধারীদের জন্য আয়ুষ্মান কার্ড বাধ্যতামূলক করেছে।

তবে তামিলনাড়ুর সরকার সম্পূর্ণ একটি ভিন্ন উদ্যোগ নিয়েছে। জানা গিয়েছে, এই রাজ্যে এবার থেকে রেশন দোকানে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। আর কিছুদিন পর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। আগামী বছর গোটা দেশে লোকসভা নির্বাচন। এই দুই নির্বাচনের আগে সেই রাজ্যের DMK সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছে সাধারণ মানুষের জন্য।

ইতিমধ্যেই রেশন দোকান থেকে গ্যাস সিলিন্ডার পাওয়ার ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা অনুযায়ী রেশন দোকানগুলিকে লাইসেন্সও প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রায় ৩৫ হাজার ন্যায্য মূল্যের দোকান রয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর সিভিল সাপ্লাই বিভাগের সচিব জে. রাধাকৃষ্ণন জানিয়েছেন, এই প্রস্তাবের জন্য তেল বিতরণ সংস্থাগুলির সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। প্রস্তাব সম্পূর্ণ হলে রাজ্যজুড়ে আরো বেশি পরিমাণ গ্যাস সিলিন্ডার বিক্রি হবে।