বড় ধাক্কা, নিষেধাজ্ঞা জারি হতে পারে আকাশপথেও

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের খুন করে হামলাকারীরা। ২৬ জনের রক্তে ভিজেছে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণের মাটি। বেছে বেছে হিন্দুদের নিশানা করেছে জঙ্গিরা।

এবার পাকিস্তানকে নিয়ে মনোভাব আরো কড়া করতে চলেছে ভারত। এবার আকাশপথ এবং জলপথেও পাকিস্তানের জন্য জারি হতে পারে নিষেধাজ্ঞা। এমনিতেই পহেলগাঁও হামলার পর থেকে সচেতন ভাবেই ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে পাকিস্তান বিমানগুলি।

এবার ভারত যদি আকাশ এবং জলপথে নিষেধাজ্ঞা জারি করে তবে বড়সড় ধাক্কা খাবে পড়শি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পৌঁছানোর জন্য চিন বা শ্রীলঙ্কার মতো দেশগুলির উপর দিয়ে ফ্লাইট রুট বদলাতে হবে পাকিস্তানের বিমান সংস্থাগুলিকে।