বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের অন্যতম ব্যস্ত স্টেশন হল সেক্টর ফাইভ। এই স্টেশনটিই হাওড়া ময়দান এবং শিয়ালদহের সঙ্গে সল্টলেক সেক্টর ফাইভের সংযোগ রক্ষা করছে। এবার যাত্রীদের নিত্য যাতায়াতে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেট্রো।

স্টেশনে যাত্রীদের যাতায়াতে সুবিধা বাড়াতে একটি ফুট ওভার ব্রিজ খোলা হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই নতুন ফুট ওভার ব্রিজ চালুর ফলে ৪ নম্বর গেট দিয়ে যাত্রীরা ঢুকে আর রাস্তা পেরোনোর প্রয়োজন পড়বে না। সরাসরি সেক্টর ফাইভের আইটি হাবে ঢুকে যেতে পারবেন তারা।

কর্মব্যস্ত সময়ে যানজট কমাতে বিশেষ ভূমিকা পালন করেছে এই ফুট ওভার ব্রিজ। যাতায়াতে সময়ও সাশ্রয় হচ্ছে যাত্রীদের। বিশেষ করে অফিসযাত্রী এবং পরীক্ষার্থীদের জন্য উপকারে লাগছে এই ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ৫৫ মিটার এবং প্রস্থ ৪ মিটার।