রেল কতৃপক্ষের তরফে বড় সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ২০১৯ সালে চালু হওয়ার পর থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সাধারণ মানুষের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ভাড়া।

উচ্চ ভাড়ার কারণে আম-আদমির এই নিল-সাদা যানে উঠতে গিয়ে ঘাম ঝরছিল। তবে এবার হয়তো সেই সমস্যার সুরাহা হতে চলেছে। ভারতীয় রেলওয়ে বন্দে ভারত ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে। বর্তমানে দেশজুড়ে ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে।

সাধারণ মানুষের কথা মাথায় রেখে বন্দে ভারতের টিকিটের ভাড়া কমানোর জন্য রেল চিন্তা-ভাবনা শুরু করল। যাতে দেশের বড় অংশের মানুষ নির্দ্বিধায় এই প্রিমিয়াম ট্রেনে চড়তে পারেন সে কথা মাথায় রেখেই রেলের তরফে বড়সড় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।