বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমানে ভারতীয় রেল ক্রমাগত আয় বৃদ্ধির ওপর মনোযোগ দিচ্ছে। যে কারণে একের পর এক বড় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।

মূলত, রেল মন্ত্রক যাত্রীদের আরও ভালোভাবে পরিষেবা প্রদানের পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও যথেষ্ট নজর দিচ্ছে। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, রেলের নতুন পরিকল্পনার অধীনে, এখন ট্রেনে বাল্ক সিমেন্ট পরিবহণ করা সস্তা এবং সহজ হতে চলেছে। নতুন পলিসির অধীনে, রেল ইতিমধ্যেই ভাড়া নির্ধারণ করেছে।

এই প্রকল্পের অধীনে, প্রতি কিলোমিটারে প্রতি টন ৯০ পয়সা করে পণ্য পরিবহণের জন্য চার্জ করা হবে। এদিকে, কারখানা থেকে সরাসরি কনস্ট্রাকশন সাইট পর্যন্ত সিমেন্টের দ্রুত পরিবহণ নিশ্চিত করার জন্য দেশজুড়ে নতুন বাল্ক সিমেন্ট টার্মিনালও তৈরি করা হবে।