পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। বেলেঘাটা থেকে কবি সুভাষ রুটে শুরু হতে চলেছে সিবিটিসি বা কমিউনিকেশন বেসড ট্রেঞ কন্ট্রোল সিস্টেম চলাচল। অরেঞ্জ লাইনে শুরু হবে এই পদ্ধতিতে চলাচল। এছাড়াও, পরবর্তী সপ্তাহের প্রথমদিন থেকে ৬০টি পরিবর্তে ৬২ টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বর্তমানে মেট্রোর প্রতিটি রুটের যাত্রীদের চাপ বাড়ছে। তার জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে মেট্রোর সংখ্যা বাড়ানো। যার ফলে দুটি মেট্রোর সময়ের ব্যবধান কমানোর প্রয়োজন। যার জন্য দরকার উন্নত সিগন্যাল ব্যবস্থা। এবার সেটাই অরেঞ্জ লাইনের কার্যকর করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।
অন্যদিকে কবি সুভাষ থেকে বেলেঘাটার শেষ পরিষেবা পাওয়া যাবে ৮:২০ মিনিটে। বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে ৮:৪৫ মিনিটে। আর এই পরিষেবা চালু হলে বেলেঘাটা থেকে কবি সুভাষ অর্থাৎ অরেঞ্জ লাইনে মেট্রো যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধার হবে।
