সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।
গত এপ্রিল মাসে পাহেলগাঁও হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়। যেটির এখন বাস্তবায়ন শুরু করেছে ভারত। ইতিমধ্যেই গত সপ্তাহের শেষে পাকিস্তানকে বন্যার সতর্কতা পাঠিয়েছিল ভারত। কিন্তু এর জন্য তারা সিন্ধু জল কমিশনের পরিবর্তে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেছে। এদিকে, ভারতের এই পদক্ষেপে পাকিস্তান ক্ষুব্ধ হয়েছে। শুধু তাই নয়, সিন্ধু জল কমিশনের পরিবর্তে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সতর্কতা পাঠানোর বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। পাকিস্তানের বিদেশ দফতর জানিয়েছে যে, ভারতীয় হাইকমিশন বন্যার পরিসংখ্যান পাঠিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর এটি ছিল প্রথম এই ধরণের বিনিময়।
