ভ্রমণ প্রিয়দের জন্য বড় সুখবর রেলের তরফে

1 min read

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। এমতাবস্থায়, অনেকেই গরমের হাত থেকে বাঁচতে এই সময়টাতে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। এবার, গ্রীষ্মের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলানোর জন্য বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রেল।

জানা গিয়েছে, এবার হাওড়া ও নিউ জলপাইগুড়ি রুটে এবং শিয়ালদহ ও নিউ জলপাইগুড়ি রুটে দু’টি স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে যে ট্রেনটি হাওড়া থেকে চলবে সেটি হল ০৩০২৭/০৩০৩২৮ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন। এদিকে, ০৩০৩২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন।

এদিকে, শিয়ালদহ থেকে যে ট্রেনটি চলাচল করবে সেটি হল ০৩১০৩/০৩১০৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন। আবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি এপ্রিলের ১৬, ২৩ ও ৩০ তারিখে এবং মে মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখে ও জুন মাসের ৪, ১১, ১৮ এবং ২৫ তারিখে শিয়ালদহের উদ্দেশ্যে সফর করবে।

You May Also Like