প্রায় একশো কোটির দুর্নীতির তথ্য প্রকাশ হলো কেন্দ্র সরকারের তরফে

1 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রের। শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করা বলা হয়েছে, গতবছর মাত্র ছয় মাসের মধ্যে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলে।

দাবি করা হয়েছে, গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখিয়েছে রাজ্য। কেন্দ্রকে পেশ করা শিক্ষা মন্ত্রকের বিশেষ প্যানেলের রিপোর্ট জানাচ্ছে, গতবছর প্রথম দুই অর্থবর্ষে রাজ্যের পক্ষ থেকে ১৪০ কোটি ২৫ লাখ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়।

একাধিক অভিযোগ পেয়ে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক গত জানুয়ারি মাসে এ রাজ্যে মিড ডে মিল প্রকল্পের পর্যবেক্ষণে একটি জয়েন্ট রিভিউ মিশন চালায়। একাধিক ক্ষেত্রে মিড ডে মিলের পরিসংখ্যানে গরমিল পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিভিউ মিশনের রিপোর্টে। কেন্দ্রের প্যানেলের হিসেব অনুযায়ী, ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখানো হয়েছে রাজ্যে। যার জন্য খরচ পড়ে প্রায় ১০০ কোটি টাকা।

You May Also Like