বড় খবর দার্জিলিং পুরসভার তরফে

0 min read

কিছুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দার্জিলিংয়ের নাম। চিরকালই দার্জিলিংয়ের প্রাকৃকিত সৌন্দর্য টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। এবার দার্জিলিংয়ে ঘুরতে গেলে পর্যটকদের দিতে হবে কর, সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পুরসভা।

পাশাপাশি, এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দার্জিলিংয়ের পুরপ্রধান দীপেন ঠাকুরি। তিনি বলেন, ‘‘মূলত জঞ্জাল সাফাইয়ের জন্যই নেওয়া হবে এই কর।’’

পাশাপাশি, সামগ্রিকভাবে পাহাড়ে পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অপরদিকে, পুরসভার এহেন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যটন সংস্থাগুলি অসন্তোষ প্রকাশ করেছে। শুধু তাই নয়, তারা এটাও অভিযোগ করেছে যে, কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You May Also Like