একের পর এক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে শিক্ষক দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য।

এই আবহেই সিবিআই সূত্রে খবর, এবার ওএমআর শিট কেলেঙ্কারিতে নম্বরের কারসাজির ঘটনা সামনে এসেছে। মূল ওএমআর শিটের নম্বরের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক যে নম্বর সংরক্ষিত রাখা হয়েছে তার মধ্যে বিরাট ফারাক মিলেছে।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় এক ওএমআর শিট সংস্থার দুই মালিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির সূত্র ধরে মুম্বইয়ের এক অফিসে পৌঁছেছে সিবিআই। সেখান থেকেই গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে। বাংলার নিয়োগ দুর্নীতি মামলা কোন নতুন মোড় নেয় সেটাই দেখার।

You May Also Like