পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। প্রতিবার দুর্গাপুজোর দিন গুলোতে যাত্রীতে সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেলর তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। এবারও সেই পদক্ষেপ গ্রহণে অন্যথা হয়নি।
কলকাতা মেট্রো রেলের কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, এর আগে কবি সুভাষ মেট্রো স্টেশন টু বন্ধ থাকার জেরে খালি রেগ গুলি কবি সুভাষ ডাউন প্লাটফর্ম এর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। তারপর শহীদ ক্ষুদিরাম স্টেশনের আপ লাইনে প্ল্যাটফর্মে আনা হচ্ছিল এই রেটগুলিকে। ফলে অতিরিক্ত রুট ও রিভার্সালের সময় প্রায় ৫-৮ মিনিট বাড়ছে। যা ডাউনলোড লাইনের গুলি চলাচলের ক্ষেত্রে দেরী করিয়ে দিচ্ছিল।
পাশাপাশি ডাউনলোড লাইনের ট্রেন গুলি চলাচলের মধ্যে বড়সড় ব্যবধানও তৈরি হয়েছিল। এছাড়াও মহানায়ক উত্তম কুমার স্টেশন কে রিভার্সালের একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি মোট ১৩৬ টি ডাউন ট্রেনের মধ্যে ৩২ টি ট্রেন টালিগঞ্জ রিভার্সাল হয়ে যেতে হবে।
