পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। উৎসবের মুখে ফের ভোগান্তির আশঙ্কা মেট্রো যাত্রীদের। কলকাতা মেট্রোর নতুন রুট বেড়েছে ঠিকই, কিন্তু পুরনো ব্লু লাইনে অব্যাহত সমস্যা। এই পরিস্থিতিতেই এবার ফের দুঃসংবাদ শোনাল মেট্রো কর্তৃপক্ষ।
শহিদ ক্ষুদিরাম স্টেশনেও কমছে মেট্রো সংখ্যা। আগে থেকেই বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশন। এখন থেকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই চলবে বেশ কিছু মেট্রো। ৩২ টি ট্রেন বাতিল করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম স্টেশনে।
জানা যাচ্ছে, ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মাঝে ৫ মিনিট এবং অন্য সময়ে দুটি মেট্রোর মাঝে ৭ মিনিটের তফাৎ বজায় রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বেশ কিছু স্টেশনে সংস্কারমূলক কাজও চলছে। শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল, মহানায়ক উত্তম কুমার স্টেশনের শেড সারানো থেকে কবি সুভাষ স্টেশনের সংস্কারের কাজও চলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
