বড় খবর, দেশে গ্রেফতার একাধিক মাওবাদী

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

গত এক দশকে দেশে মাওবাদী দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে যৌথবাহিনীর অভিযানে মোট ১৮৬১ জন মাওবাদী নেতা-কর্মী নিহত হয়েছেন। এই সময়কালে গ্রেফতার করা হয়েছে ১৬ হাজার ৩৩৬ জনের বেশি মাওবাদীকে এবং আত্মসমর্পণ করেছেন ৯৫৮৮ জন।

কেন্দ্রের দাবি, ধারাবাহিক ও সমন্বিত অভিযানের ফলেই মাওবাদী সংগঠনের শক্তি ভেঙে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছেন, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-কে সম্পূর্ণ নির্মূল করা হবে। এই ঘোষণার পরেও নিরাপত্তাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।